……শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর
দিরাই সংবাদা দাতা::
দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার বলেছেন,আমরা হাওর বাসী শিক্ষায় অনেক পিছিয়ে, এ অবস্থা থেকে হাওরবাসী কে এগিয়ে নিতে আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছি, আমার পরিষদের সিংহভাগ টাকা আমরা শিক্ষা বিষয়ক কাজে ব্যয় করছি,আমাদের সন্তানদের প্রচুর প্রতিভা আছে তারা সুযোগ পেলেই নিজিকে বিকশিত করতে পারবে, তিনি শিক্ষার্থীদের উদ্যোশ্যে তিনি বলেন তোমরা ঘুমিয়ে নয় জেগে জেগে বড় হওয়ার স্বপ্ন দেখবে যে স্বপ্ন তোমাদের ঘুমাতে দেবেনা, শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর, যারা এ পৃথিবীতে বড় হয়েছেন তারা সবাই পরিশ্রম করেছেন, তাদের পথ ধরে তোমরা এগিয়ে যাবে এ আমার বিশ্বাস।
গতকাল শনিবার দুপুরে রাজানগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গছিয়া সামছুদ্দিন -সিকান্দর উচচ বিদ্যালয়ের ২৮৫ জন অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে “স্কুল ব্যাগ” বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এ সব কথা বলেন। রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৌম্য চৌধুরীর সভাপতিত্বেও সচিব আব্দুল্লা-আল আমিন এর পরিচালনায় বিদ্যালয়ের হল রোমে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলন রায় তালুকদার, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার,খেজুর, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাওলানা সুফিয়ান আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাপ মিয়া। উপস্থিত ছিলেন ইউপি সদস্য জগদীস দাশ,আবু তাহের,আজাদ মিয়া,শাহজাহান,অভিজিৎ তালুকদার,সুবিতা রানী তালুকদার,রানিয়া বেগম,ইউপি যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply