আজকের স্বদেশ ডেস্ক::
রাজধানীর মিরপুরে কাজিপাড়ায় একটি পোশাক কারখানায় আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ১৩/১ কাফরুল, পূর্ব কাজীপাড়ায় এ ঘটনা ঘটে। ছয়তলা এ বাড়ির নিচতলায় পোশাক কারখানা রয়েছে। এতে আগুন লাগলে এ হতাহতের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়।
আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, রাত সোয়া তিনটার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট গিয়ে নেভানোর কাজ শুরু করে। আজ শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
আজকের স্বদেশ/জুয়েল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।