আজকের স্বদেশ ডেস্ক::
মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। রেলে এমন চাকরির সুযোগ কেউই ছাড়তে রাজি নন। তেমনটাই হল ভারতে রেলের ৯০ হাজার শূন্যপদে আবেদনের ক্ষেত্রে।
রেলের ৯০ হাজার পদের জন্য আবেদন করার সময়সীমা পার হতে এখনও ৪ দিন বাকি। এর মধ্যেই ওইসব পদের জন্য আবেদনপত্র জমা পড়েছে ২ কোটি। পরীক্ষা হবে দেশটির ১৫টি আঞ্চলিক ভাষায়। ফলে আবেদনের সংখ্যা অনেকটাই বেড়েছে বলে মনে করা হচ্ছে।
গত ১০ ফেব্রুয়ারি রেলের গ্রুপ ডি পদে ৬২ হাজার ৯০৭ ও গ্রুপ সি পদে ২৬ হাজার ৫০২টি শূন্য পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় রেল। আবেদন করতে বলা হয়ে অনলাইনে। আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ। ইতিমধ্যেই শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ান পদের জন্য আবেদন জমা পড়েছে ৫০ লাখ।
আজকের স্বদেশ/জুয়েল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।