আজকের স্বদেশ ডেস্ক::
চাল নিয়ে চালবাজির কথা আমরা প্রায়ই শুনে থাকি। এটা চোখের সামনে নিত্যদিন দেখেও থাকি। চালের দাম দিনের পর দিন বেড়েই যাচ্ছে। বর্তমানে চালের বাজারমূল্য এমন যে, নাজির শাইল প্রতি কেজি ৭৩ টাকা, ১ নম্বর মিনিকেট প্রতি কেজি ৬২ টাকা, বিআর-২৮ প্রতি কেজি ৫৫ টাকা, স্বর্ণা ও পরিজাত প্রতি কেজি ৪৫-৪৬ টাকায় বিক্রি হচ্ছে। তাহলে গরিব অসহায় লোকেরা কিভাবে চাল কিনবেন? তারা কি না খেয়ে মারা যাবেন?
একটা গণতান্ত্রিক দেশে যদি জনগণ টাকার অভাবে চাল কেনার সঙ্কটে পড়ে তাহলে সেই দেশের জনগণ কার উপরে ভরসা রাখবে? চাল নিয়ে চালবাজি বন্ধ করতে দ্রুত পদক্ষেপ এবং স্বল্পমূল্যে চাল সরবরাহ করার ব্যবস্থা নিতে হবে।
মকবুল হামিদ, চাঁদপুর সরকারি কলেজ।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply