1. abubakarpressjp@gmail.com : Md Abu bakar : Md Abubakar bakar
  2. sharuarpress@gmail.com : admin520 : Md Gulam sharuar
  3. : alamin328 :
  4. jewela471@gmail.com : Jewel Ahmed : Jewel Ahmed
  5. ajkershodesh@gmail.com : Mdg sharuar : Mdg sharuar
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিবন্ধী দিবস পালন শেরপুরে ইয়াবাসহ আটক ২ যাদুকাটায় দানব ড্রেজার কেড়ে নিল দুই শ্রমিকের প্রাণ নবগঠিত কানাইঘাট ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের কৃতজ্ঞতা প্রকাশ ভোলাগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে স্বরণসভায় বক্তারা- সকলের আস্থাভাজন ছিলেন মরহুম আব্দুল বাছির চেয়ারম্যান রেডক্রিসেন্টের আর্ন্তজাতিক কর্মশালায় যোগ দিতে কাজাখস্তান গেলেন মস্তাক আহমদ পলাশ কোম্পানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুন নুরের ইন্তেকাল কানাইঘাটে ন্যাশনাল লাইফের মরনোত্তর চেক হস্তান্তর জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না সকাল ৮টা থেকে সন্ধা ৫টা পর্যন্ত সুনামগঞ্জ উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ‍্যোগে মাসব‍্যাপী মেলার উদ্বোধন

বাজেট কম হলে ছবি বানানোর দরকার নাই : শাকিব খান

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮
  • ২১২১ বার নিউজটি শেয়ার হয়েছে

আজকের স্বদেশ ডেস্ক::

জন্মদিনে ইউটিউব চ্যানেল উদ্বোধন করলেন জনপ্রিয় অভিনেতা শাকিব খান। ঘোষণাটা আসতে পারে সেটা আগেই জানা ছিল, অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিকতার। তাই ২৮ মার্চ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নির্ধারীত সময়েই হাজির হয়েছিলেন সাংবাদিক ও আমন্ত্রীত অতিথিরা। কিন্তু শাকিব নেই। তিনি হোটেল বলরুমে প্রবেশ করলেন নির্ধারীত সময়ের আড়াই ঘন্টা পর। বিলম্বে আসার জন্য দুঃখ প্রকাশ করার প্রয়োজন বোধ করেননি শাকিব। মঞ্চে উঠার আগে সামনের সারিতে বসা কয়েক জনের সাথে কুষল বিনিময় করে তিনি প্রস্তুতি নিচ্ছেন বক্তৃতা দিতে।

এই বক্তৃতা থেকেই অনুষ্ঠানে আসার বিলম্বের কারণটা ততক্ষণে সবার জানা হয়ে গিয়েছিল। চারটায় ঢাকায় সাংবাদিকদের সময় দিয়ে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত চট্টগ্রামে ‘সুপারহিরো’ ছবির শুটিংয়ে ছিলেন তিনি। সেখান থেকে ইমপ্রেস এভিয়েশনের হেলিকপ্টারে চড়ে বিকেল পাঁচটায় ঢাকায় নামেন তিনি। সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠানস্থলে এসে অফিশিয়াল ইউটিউব প্ল্যাটফর্ম ‘শাকিব খান অফিশিয়াল’ ঘোষণা দেন। বঙ্গবিডি প্ল্যাটফর্ম থেকে শাকিবের এ অফিশিয়াল ইউটিউব প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে।
এই অফিশিয়াল চ্যানেলে এখন থেকে তার অভিনীত চলচ্চিত্রগুলোর ভিডিও আর অডিও গান, ট্রেলার, প্রমো, বিহাইন্ড দ্য সিনসহ চলচ্চিত্রের বিভিন্ন প্রচারমূলক ভিডিও-অডিও ক্লিপ নিয়মিত প্রকাশ করা হবে।

শাকিব ইউটিউব প্ল্যাটফর্ম চালুর পাশাপাশি ঘোষণা দেন নিয়মিত ছবি প্রযোজনারও। বলেন, ‘বড় বাজেটে এখন থেকে নিয়মিত সিনেমা প্রযোজনা করব। সেসব ছবিতে আমি অভিনয় করব। বাংলাদেশ ও ভারত দুই দেশের যৌথ প্রয়াসে ছবিগুলো নির্মিত হবে। শুধু তা-ই নয়, নতুন যারা কাজ করতে চায়, তারাও সুযোগ পাবে।’

শাকিব খান আরও বলেন, ‘নতুন যারা ছবি বানাবে আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে, তাদের দিয়ে ছবি নির্মাণ করব। পুরোনো অনেক গুণী নির্মাতা আছেন, যাঁরা ঠিকমতো পৃষ্টপোষকতা পাচ্ছেন না বলে ছবি নির্মাণ করতে পারছেন না, তাদের নিয়ে ছবি বানাতে চাই। বাংলাদেশের শিল্পী, টেকনিশিয়ান ও ভারতের শিল্পী টেকনিশিয়ান সবার সম্মিলিত প্রয়াসে কাজের পরিবেশ সৃষ্টি করতে চাই।’

শাকিব খান এখন বাংলাদেশের পাশাপাশি ভারতের কলকাতায়ও সমানতালে ছবির কাজ করে চলছেন। যাঁরা দেশে ও দেশের বাইরে ভালো কাজ করার চেষ্টা করছেন, তাদের বাধা না দিয়ে সহযোগিতা করার পরামর্শ দিয়েছেন।

বুধবার শাকিব খানের জন্মদিন সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। ব্যস্ততার ফাঁকে চলচ্চিত্রের সহকর্মীরাও শাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি। নিজের জন্মদিনের সন্ধ্যায় সহকর্মী ও ভক্তদের স্মরণ করতে ভোলেননি এ বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক। ‘রাত ১২টার পর থেকেই ভালোবাসা পাচ্ছি। এত এত ভালোবাসা পেয়েছি, এত দোয়া। আমি শাকিব খান হওয়ার পেছনে এদেরই অবদান সবচেয়ে বেশি। আমি তাদের সবার কাছে কৃতজ্ঞ। ভালোবাসার কাছে আমি ঋণী।’

অফিশিয়াল ইউটিউব সম্পর্কে তিনি বলেন, যুগ বদলাচ্ছে, আনন্দ বিনোদনের ক্ষেত্রে সিনেমা হল ও টিভি চ্যানেলের পাশাপাশি সমান গুরুত্ব পাচ্ছে ইউটিউব ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম। কিন্তু সঠিক উদ্যোগ ও পরিকল্পনার অভাবে আমাদের চলচ্চিত্র গুলো ডিজিটাল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সঠিক দিক নির্দেশনার অভাবে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো থেকে উপার্জিত অর্থ, ঘরে নিতে পারছেন না প্রযোজক পরিচালক শিল্পী কুশলীরা। অথচ ইউটিউব থেকে একজন শিল্পী বছরের পর বছর রয়্যালিটি পেতে পারেন। ইউটিউব উপার্জিত অর্থ দিতে পারে প্রযোজক পরিচালক শিল্পী ও কুশলীর পরিবারকে স্বচ্ছলতা। শাকিব খান আরো বলেন নামে বেনামে বিভিন্ন ইউটিউব চ্যানেলে অপপ্রচার ও ভুল তথ্যের কারনে অনেক সময় শিল্পীর ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত তারা মানসিক চাপ এর স্বীকার হয়ে কাজ এর প্রতি মনোযোগী হতে পারেন না।

তাদের দূরত্ব বেড়ে যায় ভক্ত ও শুভাকাঙ্খীদের সাথে। অথচ শিল্পীর ইউটিউব চ্যানেল এবং অন্যান্ন ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো দর্শক ও ভক্তদের কাছে সঠিক তথ্য পরিবেশন করতে পারে। তারকা-ভক্ত সম্পর্কটি হয়ে উঠতে পারে আরো সাবলীল, আরো উপভোগ্য। এই সময় দিক গুলো মাথায় রেখেই ‘শাকিব খান অফিসিয়াল’ ইউটিউব চ্যানেল খোলার হয়েছে।’

শাকিবের অফিশিয়াল ইউটিউব প্ল্যাটফর্ম ও নিয়মিত ছবি প্রযোজনার ঘোষণা অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, প্রযোজক কামাল কিবরিয়া লিপু, মোহাম্মদ ইকবাল ছাড়াও বঙ্গবিডির কর্মকর্তারা।
শাকিব খান বলেন, ‘আমাদের এখন বড় বাজেটের ছবি নির্মাণ করতে হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে কাজ করতে হবে। অনেকেই বলেন, বাজার ভালো নয়, ছবির বাজেট ছোট করতে হবে। এটা আসলে ঠিক না। আরে ভাই, আপনার দোকানে যদি ভালো খাবার না থাকে, তা হলে কেউ তো খাবার খেতে আসবে না। তাই আমি মনে করি, বড় বাজেটের ছবি নির্মাণ করতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার প্রযোজনা প্রতিষ্ঠান শাকিব খান ফিল্মস থেকে বড় বড় বাজেটের ছবি নির্মাণ করব। ’ তিনি বলেন, ‘বাজেট কম হলে ছবি বানানোর দরকার নাই। আর অবশ্য এখানে গল্প নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমার বাজেট অনুযায়ী গল্পের প্রেক্ষাপট চিন্তা করতে হবে।’

শাকিব আরো বলেন, ‘আমি এর আগে ‘হিরো : দ্য সুপারস্টার’ ছবিটি প্রযোজনা করেছিলাম। তখনকার সময়ে সেটি ছিল বড় বাজেটের ছবি। এখনো সময় উপযোগী ছবি নির্মাণ করার মতো বাজেট দিয়ে ছবি বানাতে চাই নিয়মিত।’

নতুন-পুরাতন নির্মাতাদের দিয়ে কাজ করাবেন জানিয়ে শাকিব বলেন, ‘বাংলাদেশে যেমন নতুন অনেক সম্ভবনাময় নির্মাতা আছেন, যাঁদের নিয়ে ছবি নির্মাণ করা যায়। আবার অনেক গুণী পরিচালক আছেন, যাঁরা সহযোগিতা পেলে আরো ভালো করবেন। আমি নতুন-পুরাতন পরিচালকদের নিয়ে কাজ করব।’

 

 

আজকের স্বদেশ/ফখরুল

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ দেখুন
© All rights reserved © 2022 আজকের স্বদেশ
Design and developed By: Syl Service BD