জুয়েল আহমদ মাহিন::
মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ করার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশ এর গৌরবময় ইতিহাস এবং সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরতেই মূলত কাজ করবে এই প্রত্যাশায় সুনামগঞ্জের জগন্নাথপুরে রানীগঞ্জ বাজার আঞ্চলিক কার্যালয়ে আজ বৃহ:বার বিকাল ৫টা অনলাইন নিউজ পোর্টাল আজকের স্বদেশ ডটকমের আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ব্যতিক্রমী এই উদ্বোধনী অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
শুভ উদ্বোধন করেন যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খাঁন তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: ফারজানা আক্তার, রানীগঞ্জ বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারন সম্পাদক হাজী মো.চাঁন মিয়া, বিশিষ্ট বাজার ব্যবসায়ী বাবু ধনেশ চন্দ্র রায়,রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডা.ছদরুল ইসলাম,জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ সভাপতি ছালেহ আহমদ,সহ সম্পাদক দিদার আহমদ সুমন,রানীগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম আহবায়ক হাজী এখলাছুর রহমান আখলই,বাজার ব্যবসায়ী আমির উদ্দিন ছোট,আবুল কাশেম, অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক মো.গোলাম সারোয়ার,স্টাফ রির্পোটার ফখরুল ইসলাম,জুয়েল আহমদ মাহিন,জগন্নাথপুর প্রতিনিধি মো.দুলন মিয়া,মো.সুজাত আলী,ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন মায়া, ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, রানীগঞ্জ ফেন্ডস্ ক্লাবের সভাপতি মো.ইসলাম আলী,সাধারন সম্পাদক মিফতাহ উদ্দিন, সহ অর্থ সম্পাদক রুবেল আহমদ, রানীগঞ্জ স্পোর্টিং ক্লাবের সভাপতি মো.সুলেমান মিয়া,সহ সভাপতি আলীনুর রহমান,সহ অর্থ সম্পাদক হাবিবুর রহমান,কম্পিউটার গ্যালারীর স্টাফ এমরুল কায়েস,মো.নুর হোসেন,আব্দুস সোবহান বিদ্যালয়ের স্কাউট দলের ক্যাপটেন মো.সুমন আহমদ প্রমুখ।
এ সময় যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খাঁন তালুকদার বলেন,বর্তমান অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে আমরা ঘটনা ঘটার সাথে সাথে আমরা নিউজ পেয়ে থাকি। স্বদেশে স্বপ্ন চোখে নিয়ে স্বাধীনতাকে বুকে লালন করে সারা বাংলাদেশের দেশমাতার কথা বলে যাবে এবং এ পোর্টালের মাধ্যমে নতুন দিগন্ত সূচনা হবে বলে আমি মনে করি। সকলের সার্বিক সহযোগিতায় আরো সামনে এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। আমরা যুদ্ধ করে যে স্বাধীনতা অর্জন করেছি তা টিকিয়ে রাখতে সাংবাদিকদের ভ’মিকা অপরিসীম।
আজকের স্বদেশ/জিএস/জুয়েল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।